![](https://dainikajkerbangla.net/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরি যাওয়া গরু সহ ওয়াহিদ মিয়া (৬০) নামের এক চিহিৃত গরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লার ছেলে।
জানাগেছে, গত ১০ ফেব্রæয়ারি রাতে জগন্নাথপুর পৌর এলাকার হাবিবনগর গ্রামের বাদশা মিয়ার গোয়ালঘর থেকে ২টি গরু চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মামলার প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশনায় থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অবশেষে ২০ মার্চ সোমবার চুরি যাওয়া সেই গরুগুলো উদ্ধার সহ ওয়াহিদ মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত ওয়াহিদ মিয়া একজন চিহিৃত গরু চোর। তার বিরুদ্ধে গরু চুরি সহ মোট ১৪টি মামলা রয়েছে বলে থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন