
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের কোনাবাড়ীতে স্বামী-স্ত্রীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট এলাকার শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার।
পুলিশ ও স্হানীয় সৃুত্রে জানাযায়, কোনাবাড়ি থানার জরুন সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ৬তলা বহুতল ভবনের নিচ তলাতে ভাড়া থাকেন ওই দম্পতি। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার ভোরে নিচ তলার ফ্ল্যাটের ভেতরে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের উপর থেকে স্ত্রী-ফ্লোরে থাকা স্বামী মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে,এম আশরাফ উদ্দিন নিশ্চিত করেছেন। স্বামী -স্ত্রীর অগ্নিদগ্ধের কারণ জানাযায়নি।