স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
তারুণ্যের উৎসব-২০২৫ এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
বৃহস্পতিবার -৯ জানুয়ারি- বিকেল ৩ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ফিতা কেটে এ বই মেলার উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, বই মানুষের আলোর দিগন্ত উন্মোচন করে। শিক্ষার্থীদের বইমুখী করা ও বিভিন্ন বিদ্যা সম্পর্কে তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার জন্য বই পড়ার বিকল্প নেই।
তিনি আরো বলেন- বই শিক্ষার্থীদের মাঝে আলোড়ন সৃষ্টি করে, এই আলোড়নের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মনে জানার পিপাসা বেড়ে যায়- তাদের মনে নতুন জ্ঞান লাভের আগ্রহ সৃষ্টি হয়। তাই উপজেলার সকল শিক্ষার্থী ও গাংনীবাসীদের মেলাতে আসার আহব্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাংনী উপজেলা সহকারী কমিশনার -ভুমি- সাদ্দাম হোসেন- বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইনচার্জ দেব জৈতি মন্ডল- সংগঠক আবু নাইম, বিক্রয় কর্মকর্তা হানিফ হোসাইন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন- আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক-শিক্ষার্থীরাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার শুরু হয়ে ৪ দিনব্যাপী এ মেলা চলমান থাকবে বলে জানা গেছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলমান থাকবে। মেলাতে ছোট গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, নাটক ও গানসহ বিভিন্ন প্রকার বই ১৫-২৫% ছাড়ে বিক্রয় করা হচ্ছে।
মেলা উদ্বোধনের পর থেকে রাত অবধি শিক্ষার্থীসহ নানা বয়সী নারী-পুরুষের দেখা মেলে।