
তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এই ঘোষণা দেন।
এর পূর্বে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে জেলা কমিটির সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন হানিফ।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মোস্তাক আহমদ চৌধুরী জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশী ছিলেন।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল এগারোটায় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন দলের সভাপতিমন্ডলির সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।