
পাবনা প্রতিনিধি।।
পাবনার আটঘরিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মো: মিনহাজুল ইসলাম যোগদান করেছেন।
গত ১ ডিসেম্বর আটঘরিয়া উপজেলা কার্যালয়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
আটঘরিয়ার নবাগত ইউএনও মিনহাজুল ইসলাম বলেন- সবার সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। আটঘরিয়া উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই।
সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আটঘরিয়া উপজেলার জনপ্রতিনিধি- সুশীল সমাজ- গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
এর আগে তিনি রাজশাহী জেলার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।