Dhaka , Monday, 12 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মোগলহাটে ১৫ বিজিবি ও সীমান্ত ব্যাংকের মানবিক ছোঁয়া: ২৭০ শীতার্ত পেলেন উষ্ণতা শরীয়তপুরের ভেদরগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ভেকু জব্দসহ ৩ জন আটক লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন , ক্ষয় ক্ষতি প্রায় ২০ লাখ টাকা রূপগঞ্জে যৌথ অভিযানে ডাকাতি,অপহরণ ও মাদক মামলার তিন আসামী গ্রেফতার কক্সবাজারের ঈদগাঁও উপজেলাতে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আনসার সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার তথ্য ও সম্প্রচার সচিবের জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়াই নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি পাইকগাছায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; পোস্টাল ব্যালট ও গণভোট বিষয়ে আলোচনা পাইকগাছায় বিভিন্ন ইউনিয়নে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ পাইকগাছায় পানের ব্রজে অগ্নিসংযোগ, সন্দেহের তীর মাদকসেবীদের দিকে রূপগঞ্জে বাইপাস সড়কের পাশে অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লায় দোয়া ও মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেফতার সাধারণ মানুষের দোয়ায় সিক্ত আসাদুল হাবিব দুলুর দুই সন্তান চরভদ্রাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার। ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা অনুপ্রবেশকারী ৫৩ জন বিদ্রোহী আটক মধুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ সংসদ সদস্য নির্বাচিত হলে ক্ষমতাকে আমানত হিসেবে রাখবো:- আবু সুফিয়ান লালমনিরহাটে বিষমুক্ত সবজি চাষে নারী সমবায়ীদের বাজিমাত ঝালকাঠিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে তীব্র উত্তেজনা : গুলিতে শিশু নিহত  নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩   সাহসিকতা ও দুঃসাহসিক ভূমিকার স্বীকৃতি পেলেন ঢাবি’র আহসান  নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সরাইল সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপে গোলাগুলি ডজন মামলার আসামি কামাল নিহত “এতিম শিশু ও শীতার্ত মানুষের পাশে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন”

তথ্য ও সম্প্রচার সচিবের জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:14:06 pm, Monday, 12 January 2026
  • 3 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই যোদ্ধাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে, তাঁদের রক্তের উপর দাঁড়িয়ে একটা নতুন দেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ আছি।

আজ ঢাকায় কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিতব্য ১০টি কোর্সের প্রথম পর্যায়ের ৫টি কোর্সের উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। প্রথম পর্যায়ে রয়েছে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক পাঁচটি কোর্স।

সচিব বলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। আজকে যেসব জুলাই যোদ্ধারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। তিনি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করার ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

সচিব বলেন, আজকে প্রশিক্ষণ কোর্সটি শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি এই কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের সদিচ্ছার জন্য তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল, লাবিব নাজমুছ ছাকিব। অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মোঃ মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুই পর্যায়ে অনুষ্ঠিতব্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি কোর্সে ৮০জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এসময় সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নতুন সাউন্ড রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোগলহাটে ১৫ বিজিবি ও সীমান্ত ব্যাংকের মানবিক ছোঁয়া: ২৭০ শীতার্ত পেলেন উষ্ণতা

তথ্য ও সম্প্রচার সচিবের জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন

আপডেট সময় : 01:14:06 pm, Monday, 12 January 2026

নাদিম সরকার,

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই যোদ্ধাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে, তাঁদের রক্তের উপর দাঁড়িয়ে একটা নতুন দেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ আছি।

আজ ঢাকায় কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিতব্য ১০টি কোর্সের প্রথম পর্যায়ের ৫টি কোর্সের উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। প্রথম পর্যায়ে রয়েছে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক পাঁচটি কোর্স।

সচিব বলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। আজকে যেসব জুলাই যোদ্ধারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। তিনি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করার ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

সচিব বলেন, আজকে প্রশিক্ষণ কোর্সটি শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি এই কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের সদিচ্ছার জন্য তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল, লাবিব নাজমুছ ছাকিব। অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মোঃ মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুই পর্যায়ে অনুষ্ঠিতব্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি কোর্সে ৮০জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এসময় সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নতুন সাউন্ড রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন।