
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভোলাকোট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সর্বসম্মতিক্রমে নাগমুদ মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন কে সভাপতি মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ও দেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল আহসান কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও দেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নূরুন্নাহার বেগম, উপদেষ্টা মোঃ মাসুদ হোসেন,
নির্বাহী সভাপতি মোঃ শাহ আলম,নির্বাহী সম্পাদক কবিরআহাম্মদ,সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ মনির হোসেন সহ নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গণ। উল্লেখ্য যে আগামী ৪ বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন করা হয়।
সভাপতি আব্দুল মতিন
সাধারণ সম্পাদক হারুন অর রশিদ