
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার জেলা সিএনজি, অটোরিকশা ও টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভায় গর্জনিয়া–কচ্ছপিয়া লাইন পরিচালনা কমিটি পুনর্গঠন করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অদ্য ১৩ অক্টোবর ২০২৫ ইং, রোজ সোমবার বিকাল ৩টায় সংগঠনের জেলা কার্যালয় বাজারঘাটা, প্রধান সড়ক, কক্সবাজারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি জনাব জালাল উদ্দিন।
সভায় সাধারণ সম্পাদকসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার একপর্যায়ে সর্বসম্মতিক্রমে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ১১ সদস্য বিশিষ্ট কমিটি সভাপতি জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সাক্ষরিত পেডে
আগামী এক বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়।
এতে নুরুল হুদা কে সভাপতি ও শামসুল আলম কে সাধারণ সম্পাদক, সহ সভাপতি নবী আলম, সহ- সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মহিবুল্লাহ,অর্থ সম্পাদক আইয়ুব, দপ্তর সম্পাদক হাবিবউল্লাহ, প্রচার সম্পাদক আশিক উল্লাহ,সদস্য পদে মোহাম্মদ তুষার ও ফরিদ।
নবগঠিত কমিটি গর্জনিয়া বাজার–রামু, গর্জনিয়া বাজার–বাইশারী এবং গর্জনিয়া বাজার–লেবুহড়ি লাইন পরিচালনার দায়িত্ব পালন করবে।
সভায় জানানো হয়, কমিটি সংশ্লিষ্ট সিএনজি, অটোরিকশা ও টেম্পো চালকদের সংগঠনমুখী করতে কাজ করবে এবং জেলা কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
জেলা কমিটি প্রয়োজনে তদন্তের ভিত্তিতে কমিটি বাতিল করার ক্ষমতা রাখে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানের অনুলিপি যথাযথভাবে উপজেলা নির্বাহী অফিসার, রামু এবং রামু থানার অফিসার ইনচার্জের নিকট প্রেরণ করা হয়েছে।