
শওকত আলম, কক্সবাজার:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ১০ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় নরপিশাচ রাসেল বড়ুয়া (২৫) কে মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) বিকেলের দিকে বাইশারী ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একই দিন রাতেই অভিযুক্ত রাসেল বড়ুয়াকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক। তিনি বলেন,
“ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত পদক্ষেপ নিই। পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মাত্র সাত ঘণ্টার মধ্যে অভিযুক্ত রাসেল বড়ুয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ওসি মাসরুরুল হক আরও বলেন,
“নারী ও শিশুর প্রতি সহিংসতার কোনো ঘটনা আমরা বরদাশত করবো না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।