
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার হাজী মনির উদ্দিন বেপারী ক্বওমি মাদ্রাসার উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতুন্নবী (স:) উপলক্ষে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এ কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও হাজী
মনির উদ্দিন বেপারী ক্বওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
এ সময় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। এতিম গরিব-দুখী ও অসহায় পরিবারের সন্তানরা যাতে এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে উচ্চশিক্ষিত হতে পারে সে ব্যাপারে ব্যবস্থা অব্যহত থাকবে আমার এবং আমার পরিবারের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামাল খান, মাওলানা মুজিবুল্লাহ, আব্দুল হাই,তানভীর হাসান মিলন প্রধান, আব্দুল হালিম, কামরুল ইসলাম, হাজী নুরুদ্দিন, তোফাজ্জল হোসেন, নবী হোসেন, ডক্টর শহীদুল্লাহ উজানবি, মুফতি মাওলানা আল আমিন, মুখলেসুর রহমান ভুইয়া, মকবুল হোসেন ভূঁইয়া, জজ মিয়া প্রমুখ।
পুরস্কার বিতরণ শেষে মরহুম হাজী মনির উদ্দিন বেপারীর রুহের মাগফেরাত কামনায় ও মাদ্রাসার সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকারসহ সকলের জন্য দোয়া করা হয়।