
অরবিন্দ রায়,
বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এড্ সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামী বানচাল করার চেষ্টা করছে। নির্বাচন যেন না হয়, বিএনপি যেন ক্ষমতার যেতে না পারে সে জন্য জামায়াতে ইসলাম নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
জামায়াতে ইসলামী গনতন্ত্রকে হত্যা করতে চায়। ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের জনগনকে ভুল বুঝিয়ে পি আর পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে।
আজ বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নারায়নপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,বেলাব উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সল্লাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল হক তানভীর, নারায়পুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রবিন মোল্লা’সহ প্রমুখ। এ সময় প্রয়াত বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বেলাব উপজেলার যুবদল নেতা মাসুদ মোল্লা।