
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার
(২৩ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ আহমেদ শুভ , রাকিব হাসান, আনাছ রানা, হাফিজুর রহমান, ইসফাক আকন্দ খোকন, হৃদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা,
সুজন মিয়া, জালাল মিয়া ও রমজান আলী।
পুলিশ সূত্রে জানাযায়, আটককৃতরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সঙ্ঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান ও কয়েকটি মোবাইল ফোনসহ আটক করে পুলিশ।
অপরদিকে, একই রাতে একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও ছয় ডাকাতকে গ্রেফতার করে পুলিশ । কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।