
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালায়।
এসময় বাকলিয়া থানা এলাকায় একটি ভাড়াবাসায় অবৈধভাবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ১১ আগস্ট সোমবার ০৩:১৫ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া এলাকায় জনৈক জাহাঙ্গীর কলোনীর একটি টিনশেডের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে আসামী ১। ছেনোয়ারা বেগম (৪০), স্বামী-নুরুল আবছার মায়া, ২। আব্দুল করিম (৩৬), পিতা-মৃত দেলোয়ার হোসেন, ৩। দিলদার বেগম (৩৫), পিতা- মৃত আবুল হোসেন, সর্ব সাং- ছোট হাবিলপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ৪। আনোয়ারা বেগম (৬০), স্বামী-সেলিম উল্লাহ, সাং- ইছরিঘোনা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্তমতে বসত ঘরের বিছানার নিচ থেকে ৩টি প্লাস্টিকের বস্তা বিশেষ কৌশলে নীল পলিথিনে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্যমতে আরো জানা যায় যে, পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ পূর্বক ভাড়াকৃত বাসায় মজুদ রেখে চট্টগ্রাম জেলা এবং মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।