
মোঃ জাকারিয়া হোসেন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের বিনাামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। সোমবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার সোনাহাট শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ছয় জনের একটি মেডিকেল টিম চার শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র প্রদান, চশমা প্রদান ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাইক্রোফাইন্যান্স (দাবি) হোসেন মনসুর মাহমুদ, এলাকা ব্যবস্থাপক (দাবি) আবুল কালাম আজাদ, ডিভিশনাল কো-অর্ডিনরটর (লিড জেনারেশন) আব্দুল মোনায়েম খান, শাখা ব্যবস্থাপক (দাবি) সোনাহাট তুহিনুর ইসলাম, রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) কুড়িগ্রাম আল আমিন হোসেন প্রমুখ।
হোসেন মনসুর মাহমুদ বলেন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সমাজের সবচেয়ে অভাবী এবং অবহেলিত মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নের লক্ষে আজ আমরা গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত চার শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছি।
বলদিয়া ইউনিয়নের সতিপুরি এলাকার নুর আমিন বলেন, অনেক দূর থেকে আসছি ব্র্যাকের সেবা পেয়ে অনেক খুসি। অনেকে বলে কিন্তু এরকম ফ্রী চিকিৎসা সেবা, চশমা দেয় না।
সোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার হাউসি বেগম বলেন, অনেক ভালো লাগছে বাবা। চোখ পরিক্ষা করলো টাকা নিলো না, চশমা দিলো তাও টাকা নিলো না। আল্লাহ তোমাদের ভালো করুক।