
তৌহিদ বেলাল,
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্বদেশ প্রত্যাবর্তনের একবছর পূর্তি ছিলো গতি সোমবার। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পরে, গেল বছরের ১১ আগস্ট দীর্ঘ ৯ বছর পরে ভারত থেকে দেশে ফিরে আসেন মৃত্যুঞ্জয়ী এই বিএনপিনেতা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের শিলংয়ের একটি কারাগারে তিনি অন্তরীণ ছিলেন বেশ কিছুদিন। মামলাটিতে জামিনের পরও নিয়মিত হাজিরা দিতে তাঁকে সেখানে দীর্ঘদিন অবস্থান করতে হয়। পরে মামলার অভিযোগ থেকে বেকসুর খালাস পান সালাহউদ্দিন আহমদ।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘ ৬৩ দিন পর ২০১৫ সালের ১১ মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে ভারত সরকার। ওই মামলায় এবং আপিলেও পরে তিনি খালাস পান। তার পর থেকে দেশে ফেরার জন্য বারবার আবেদন জানিয়েও ট্রাভেল পাস পাননি সালাহউদ্দিন আহমদ।
জুলাই গণ-অভ্যুত্থানের পরে, গেল বছরের ১১ আগস্ট, রোববার দুপুর সোয়া ২টার দিকে দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছান সালাহউদ্দিন আহমদ। সেদিন তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন। ভিআইপি লাউঞ্জে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদসহ কেন্দ্রীয় নেতারা তাঁকে অভ্যর্থনা জানান।