
লক্ষীপুর জেলা প্রতিনিধি:
না ফেরার দেশে চলে গেলেন সাখাওযাত হোসেন সাকা। দৈনিক খোলা কাগজ ও বাংলাদেশ সমাচার পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক সাখাওযাত হোসেন সাকা ১০ আগস্ট রবিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
পরিবার সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ৯ আগস্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানেই ১০ আগস্ট রবিবার রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক সাখাওয়াত হোসেন এক পুত্র সন্তানের জনক। মৃত্যুকালে তিনি বড় দুই ভাই স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বাদ যোহর করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।