
কক্সবাজার অফিস
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে নিখোঁজ কিশোর আবদুল্লাহ তাহের তামিম (১২) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে সাতটায় ঈদগাঁও নদীর গোমাতলি পয়েন্ট থেকে স্থানীয় জনতা তার লাশ উদ্ধার করে।
নিহত আবদুল্লাহ তাহের তামিম ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আবুল হাশিমের ছেলে।
এর আগে, রোববার (১৮ মে) বিকেলে ঈদগাঁও নদীর গোমাতলি পয়েন্টে মাছ ধরতে গিয়ে তামিম নিখোঁজ হয়। এদিন তাকে উদ্ধারের জন্য পরিবারের লোকজন ও এলাকাবাসী জোর তৎপরতা চালিয়েও ব্যর্থ হোন। পরদিন সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঈদগাঁও নদী থেকে তার লাশ উদ্ধারে সক্ষম হয়।
পোকখালী ইউনিয়ন পরিষদের সদস্য (এমইউপি) আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ তামিমের মরদেহ সোমবার সকালে ঈদগাঁও নদী থেকে উদ্ধার করা হয়েছে’।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিতভাবে কেউ কিছু জানায়নি’।