
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর বাংলাবাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো অত্যাধুনিক হোলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ জনগণের চিকিৎসা সেবায় এক নতুন যুগের সূচনা হলো।
মাত্র ১০০ টাকা ভিজিটে ঢাকা থেকে আগত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেয়া যাবে এই কেন্দ্রে। সেই সঙ্গে থাকছে রক্ত, প্রস্রাব, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফিসহ আধুনিক সকল ধরনের পরীক্ষার সুবিধা। উন্নত মানের যন্ত্রপাতি এবং অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে রোগ নির্ণয়ে নিশ্চিত করা হবে সঠিকতা ও নির্ভরযোগ্যতা।
প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার অসংখ্য সাধারণ মানুষ। বক্তারা বলেন, “নয়নপুর এবং আশপাশের গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার যে অভাব ছিল, হোলিকেয়ার তা দূর করবে।”
রামগঞ্জ শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এতদিন এই অঞ্চলের মানুষকে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে জটিল রোগ নির্ণয়ের জন্য দূর-দূরান্তে ছুটতে হতো। হোলিকেয়ারের আগমনে এখন আর সেই কষ্ট হবে না।
উল্লেখযোগ্যভাবে, এই কেন্দ্রটি গ্রামীণ সাধারণ মানুষের কথা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে, যেখানে সাশ্রয়ী খরচে মানসম্পন্ন সেবা পাওয়া যাবে নিয়মিতভাবে।
হোলিকেয়ার কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে আরও উন্নত সেবা ও বিশেষ ক্যাম্পের মাধ্যমে এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে তাদের।