
মোঃ জাহিদুল ইসলাম রুমন সীতাকুণ্ড প্রতিনিধি
আজ ব্যাচ ভিত্তিক গ্রুপ SSC 2002 AND HSC 2004 Bangladesh এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রুপের বন্ধুরা দেশ বিদেশে সহপাঠীদের নিয়ে মাস ব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় অংশ হিসাবে Blood Bank 0204 এর সহযোগিতায় আজ ১৮ই মে ২০২৫ রবিবার চট্টগ্রাম এর সীতাকুণ্ডে লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেন। এতে প্রায় ৪৫০ শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন 0204 এবং Blood bank 0204 এর সদস্য মোঃ আকতার হোসাইন এলিট, বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম নয়ন, টেকনিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন হারুন, আকরাম, বেলাল এবং আসিফ। প্রোগ্রামটা আয়োজন করেন- 0204 Organising Council।
0204 এর সদস্য আকতার হোসাইন এলিট বলেন, আমাদের ব্যাচ ভিত্তিক গ্রুপটা হাসি আড্ডা গান বাজনা বা বিনোদন নিয়ে সীমাবদ্ধ নয়, আমরা সারা দেশে বিভিন্ন সামাজিক মানবিক কাজ করে থাকি, এটি তারই একটা অংশ, আমরা শীতকালে শীতবস্ত্র, ঈদ এবং পূজায় সাইলেন্ট স্মাইল নামে একটা ইভেন্ট করে থাকি।
এই ব্যাচের মাধ্যমে আমরা সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে নতুন জামা কাপড় বিতরন করি, আমরা বিভিন্ন সময় ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা রকম সামাজিক মানবিক কাজ করে থাকি। এই কাজ গুলাতে দেশ এবং দেশের বাহিরের বন্ধুরা ও সহযোগিতা করেন। আমরা চেষ্টা করবো আমাদের এই কাজ গুলা চলমান রাখতে সকলের সহযোগিতার মাধ্যমে।