
সিনিয়র স্টাফ রিপোর্টার, সিলেট
সাবেক সভাপতি ইমরানুল হক সাহেব ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অক্লান্ত পরিশ্রমে গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,জালালপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে এম.মাহফুজুর রহমান এর সঞ্চালনায় মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন শ্রমিক সদস্য জনাব হাফিজ জামিল আহমদ।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল কাদির মুহিন,সহ-সভাপতি দক্ষিন সুরমা উপজেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম(বিশিষ্ট শিক্ষাবিদ ও উপদেষ্টা সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা দক্ষিণ সুরমা শ্রমিক কল্যাণ ফেডারেশন।জনাব এড.নাজমুল ইসলাম বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। মোহাম্মদ আল-আমিন অফিস সম্পাদক সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, আলী হোসেন ভারপ্রাপ্ত সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা। আব্দুল হক সাধারণ সম্পাদক দক্ষিন সুরমা উপজেলা। হাফিজ মজম্মিল আলী,বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব,ব্যবসায়ী। ফখরুল ইসলাম বিশিষ্ট সালিশ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।জনাব এম. মুহিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সহ সামাজিক ও সালিশ,ব্যবসায়ীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সুলাইমান হোসেন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, নেছার আহমদ, জহুরুল হক শিককদার, ডাঃ হারুনুর রশিদ, আব্দুল লতিফ, গুলজার হোসেন প্রমুখ ।