শাহিন ফকির।।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের সম্পৃক্ত করনে নাজিরপুর উপজেলা পশ্চিমাঞ্চলের শিক্ষক সমিতির আয়োজনে ২৯ নভেম্বর নাজিরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও ত্রী-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভাটি- পবিত্র কোরআন তেলাওয়াত- গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হয়।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি নাজিরপুর উপজেলা পশ্চিমাঞ্চল এর সদস্য সচিব মুহাম্মদ কাওছার এর সঞ্চালনায় ও বাংলাদেশ শিক্ষক সমিতি নাজিরপুর উপজেলা পশ্চিমাঞ্চল এর আহবায়ক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও শিক্ষকদের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য-শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল বিভাগের আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মিজানুর রহমান দুলাল- সদস্য সচিব আবু হাসান খান-যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী- ইয়াহিয়া খান- পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট আহ্বায়ক গাজী শাজাহান, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম- বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা আহ্বায়ক মো. এনায়েত কবির- সদস্য সচিব মো. আসাদুজ্জামান খান- শিক্ষক-কর্মচারী ঐক্য নাজিরপুর উপজেলা আহ্বায়ক প্রভাষক এস এম রেজাউল করিম- সদস্য সচিব এইচ. এম লাহেল মাহমুদ প্রমুখ
এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা মূল্যবান বক্তব্য রাখেন ও তাদের মতামত প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে-অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন- আওয়ামীলীগ জনগণের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। তারা শিক্ষার নামে বরাদ্দকৃত অর্থ লুট করে নিজেদের পকেট ভরছে। এরা কখনই শিক্ষাবান্ধব ছিল না- শুধু নির্বাচনের সময়ে শিক্ষকদের তাদের অনৈতিক কাজে ব্যবহার করেছে।এখন পর্যন্ত শিক্ষকদের জন্য যত সুযোগ সুবিধা তা বিএনপি সরকারের আমলেই হয়েছে,আমাদের শিক্ষকদের জন্য অবসর ভাতা চালু হয়েছে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরেই।এছাড়াও তিনি ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা করেন ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নাজিরপুর উপজেলা পশ্চিমাঞ্চলের মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও মুহাম্মদ কাওসার হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।