স্টাফ রিপোর্টার মেহেরপুর।।
মানুষের সম্পদ যারা লুণ্ঠন করেছে- তারা যদি তা ফেরত না দেয়- তাহলে জনগণ দাবি করলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। যারা দালালি করে লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে- তাদের সেই টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে বলে জানান মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণ।
শনিবার -২৩ নভেম্বর -বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাসুদ অরুণ।
তিনি বলেন- গরিব মানুষের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই। তবে- অতীতে দেখা গেছে- ১০ কেজি চাল নিতে হলেও বা বিধবা ভাতা নিতে হলেও মানুষকে -জয় বাংলা- বলতে বাধ্য করা হয়েছে। আমরা গরিব মানুষের প্রতি বৈষম্যহীন নীতিতে বিশ্বাস করি।
আমাদের লড়াই তাদের বিরুদ্ধে- যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে- গরিবের অধিকার কেড়ে নিয়েছে এবং জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। দুনিয়ার মেহনতী মানুষদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই- শত্রুতা কেবল তাদের সঙ্গেই- যারা জনগণকে কষ্ট দিয়েছে এবং তাদের অধিকার হরণ করেছে।
লড়াই এখনো শেষ হয়নি। যতক্ষণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না আসবে- ততক্ষণ বিএনপির কর্মীরা সতর্ক থাকবে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে জনগণের কাছে ফেরত দিতে হবে।
সমাজসেবক ও রাজনীতিবিদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ- রোমানা আহমেদ- জেলা যুবদলের সভাপতি জাহিদুল রহমান জাহিদ, ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ ফজলে রাব্বিসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।