পলাশ সাহা
দুর্গাপুর- নেত্রকোণা- প্রতিনিধি।।
ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো নেত্রকোণার দুর্গাপুরে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম।
এই অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনে আলোচকরা কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তারা মাটির গঠন এবং ফসল উৎপাদনে বিভিন্ন রকম সারের ব্যবহার নিয়ে আলোকপাত করেন। বিভিন্ন ঋতুতে রোগবালাই থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা গ্রহণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। এসময় ফসলের ভালো ফলন পেতে করণীয় বিষয়গুলো তারা কৃষকদের মাঝে তুলে ধরেন।
এই প্রশিক্ষণ পেয়ে দুর্গাপুরের কৃষকরা বলেন,ফল ফসলের ভালো ফলন পেতে সঠিক কৃষি জ্ঞান থাকা প্রয়োজন। এমন প্রশিক্ষণ কৃষি ধারণাকে খুব সমৃদ্ধ করেছে।