
মো: সোহেল
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলায় নৌ-বাহিনীর যৌথ অভিযানে একটি রিভালবার ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ২ ডাকাতকে আটক করা হয়েছে।রোজ শনিবার-২৬ অক্টোবর-ভোররাতের দিকে সদরের রৌদেরহাট এলাকা থেকে অস্ত্রসহ মনির ও রাসেল নামের এ দুই ডাকাতকে আটক করা হয়।
নৌ-বাহিনী জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ বাহিনীর টিম ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের রৌদ্রেরহাট এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত মনির ও মাদক ব্যবসায়ী রাসেলকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে- ১টি রিভালবার- ৫টি রাম-দা- ৩টি ক্রীজ- ১টি ড্যাগার- ২টি বল্লম- ৩টি দা- ১টি চাবুক- ১টি চাইনিজ হেমার ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
নৌ-কন্টিজেন্টে কমান্ডার আবুবকর সকাল সাড়ে ১১টায় একটি বিবৃতিতে জানান- আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় এখনই হস্তান্তর করা হবে।