মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন।
শুক্রবার -১১ অক্টোবর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে দিনব্যাপী মোংলা পৌরসহ উপজেলার সোনাইলতলা- চিলা- সুন্দরবন- চাঁদপাই- বুড়িরডাংগা ও মিঠাখালি ইউনিয়নে বিভিন্ন পুজা মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান দেন।
এসময় তার সাথে উপজেলা বিএনপি নেতা আবু হোসেন পনি- শেখ রুস্তম আলী- আবুল হোসেন বড়ো মিয়া- সুব্রত মজুমদার- নাজমুল হাওলাদার- নাছির উদ্দিন, সাহাবুদ্দিন ফকির- ও পৌর বিএনপি নেতা মাহাবুবুর রহমান মানিক- পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম- যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান সহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিথ ছিলেন।