পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে বন্যা দুর্গত এলাকা গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজ হাতে রান্না করা খাবার বিতরণ করলেন সদ্য সাবেক দুর্গাপুর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার কাকলী। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বিকেলে ওই এলাকার বিভিন্ন গ্রামের বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় ৫শ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব-উপজেলা মহিলা দলনেত্রী আকলিমা আক্তার লাকী-এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার-গাঁওকান্দিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ইমরান হাসান সেলিম-অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ-আবুল হোসেন সরকার-বিরিশিরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আবু সাহেদ-বিরিশিরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. আব্দুস সালাম প্রমূখ।