তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাদে মাগরিব হতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ষষ্ঠবারের মতো এই ক্বেরাত সম্মেলনের আয়োজন করে কক্সবাজার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা।
সম্মেলনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, সৌদি আরবের শায়খ ডক্টর মোহাম্মদ বিন ইসমাইল আল আলি, বাংলাদেশের শায়খ ইউসুফ সাক্বিম আল আজহারি, ইরানের ক্বারি সাইয়্যেদ মুহাম্মদ জাওয়াদ হোসাইনি, মিশরের শায়খ মাজদি আলি আন নাজ্জার, পাকিস্তানের শায়খ ইব্রাহিম কাসি, তানজানিয়ার শায়খ আদাম জুমআ শাবান।
এছাড়া দেশের খ্যাতনামা ক্বারিদের তিলাওয়াত ও কক্সবাজার খানেকাহ হাফেজিয়া মাদরাসার ছাত্রদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের ডিসপ্লে প্রদর্শনী হয়। ক্বেরাত সম্মেলনে নাশিদ পরিবেশন করেন, পাকিস্তানের প্রসিদ্ধ নাশিদ শিল্পী হাফেজ হাসান আনজার শাহ ও বাংলাদেশের শেখ এনাম। নারী শ্রোতাদের জন্য ছিলো কুরআন তিলাওয়াত শ্রবণের বিশেষ ব্যবস্থা।
ক্বেরাত সম্মেলনে কক্সবাজার-৩ (ঈদগাঁও-রামু-সদর) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি ও কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।