প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৯:২২ এ.এম
লক্ষ্মীপুরে ব্রিজ ধ্বসে শিক্ষার্থী সহ ৬ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালের ওপরের পাকা ব্রিজটি পানির তীব্র স্রোতে ধ্বসে পড়ায় কলেজের শিক্ষার্থী এবং আশপাশের ছয় গ্রামের প্রায় লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
এলাকাবাসী জানান- ১৯ মিটার দৈর্ঘের এই ব্রিজটি প্রায় ৪০ বছর আগে রহমতখালী খালের ওপর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর নির্মিত করেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় ব্রিজটির অনেকটাই নড়বড়ে ছিল। বর্ষার শুরু থেকেই রহমতখালী খালে তীব্র স্রোত বয়ে চলে। সাম্প্রতিক পানির স্রোতের গতি আরো বেড়ে যায়। স্রোতের তোড়ে পুরোনো ব্রিজটির ভীত দুর্বল হয়ে পড়ে। গত রোববার বিকেলে হঠাৎ ব্রিজের দক্ষিণাংশ সড়কসহ ব্রিজটির মাঝামাঝি পর্যন্ত ধসে পড়ে। এতে চলাচল বন্ধ হয়ে যায় লাখো মানুষের।
কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান- ব্রিজটি ধসে পড়ায় উত্তর অংশের শিক্ষার্থীরা কলেজে আসতে পারছে না। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর- রাজাপুর- রামকৃষ্ণপুর- চরশাহী ইউনিয়ন হয়ে নোয়াখালী- লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের সঙ্গে এসব এলাকার অন্তত ১০ হাজার শিক্ষার্থীসহ লাখো মানুষ প্রতিনিয়ত যাতায়াত করতেন এ ব্রিজ দিয়ে। বর্তমানে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন।
লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন- রহমতখালী খালে তীব্র স্রোতে ব্রিজটি ধসে পড়েছে। জনগুরুত্ব বিবেচনায় এখানে ৩০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন ব্রিজ নির্মাণ ও সাময়িক চলাচলের বিকল্প ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২