মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে হযরত আলী তুহিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হযরত আলী রংপুরের খুটু চাম্পার গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি কড্ডার মোড় এলাকায় এইচএমপি কম্পানিতে রবি টাওয়ারের ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে তিনি শহীদ এম মনসুর আলী স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে হাঁটা অবস্থায় মোবাইলে কথা বলছিলেন।
এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮