নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সন্তান ডা. মিজানুর রহমান সানি এবার ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেন। তিনি দুর্গাপুর থানা সংলগ্ন মোক্তারপাড়া নিবাসী দুর্গাপুর পৌর বিএনপির কারানির্যাতিত নেতা আলহাজ্ব আব্দুস সালাম ও অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি হালিমা খাতুন দম্পত্তির কনিষ্ঠ সন্তান।
তার শিক্ষাজীবন শুরু হয় দুর্গাপুর উপজেলার খালিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়ে মাধ্যমিকে এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন প্লাসসহ অসংখ্য অর্জনের মধ্যদিয়ে উচ্চমাধ্যমিকেও সুসং সরকারি কলেজ থেকে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ঢাকা মেডিকেল কলেজ থেকে এফসিফিএস পার্ট ১ কৃতিত্বের সাথে শেষ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ তে অধ্যয়নরত। গতরাতে ৪৮ তম বিসিএস পরীক্ষার ফল বের হওয়ার পর থেকে তার পরিবার, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিসিএস ফল পাওয়ার পরমুহূর্তে স্থানীয় বিএনপির পক্ষ থেকে তার জন্মস্থান খালিশাপাড়া গ্রাম ও দুর্গাপুর শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও অ্যাক্টিভিস্ট কাজী আশফিক রাসেল বলেন, "আমাদের দুর্গাপুরে ইতিপূর্বে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ কোন ডাক্তার ছিলো না, আমাদের ডা. মিজানুর রহমান সানির মাধ্যমে দুর্গাপুরের এই শূন্যতা পূরণ হলো। আমরা আশা করি তাঁর মাধ্যমে অত্র এলাকার সর্বস্তরের জনগণ উপকৃত হবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮