ইবি প্রতিনিধি:
নানা অভিযোগে ক্ষোভ প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বর্জন করেছে শাখা ছাত্রদল। গত বছরের চেয়ে নিম্নমানের আয়োজন, ফিস্ট মিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার অবমূল্যায়নের প্রতিবাদ জানায়।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা সভা ত্যাগ করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপনে খানিকটা ছন্দপতন ঘটে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানের প্রথম ভাগে ছাত্রদলের নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও আনন্দ র্যালিতে অংশ নিলেও, দ্বিতীয় পর্বের আলোচনা সভায় তারা ক্ষোভ প্রকাশ করে। দুপুর ১টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ তুলে সভা বর্জন করেন।
আলোচনাসভা বর্জন করার কারণ প্রসঙ্গে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বিশ্ববিদ্যালয় দিবসে প্রশাসন তেমন কোনো আয়োজন করতে পারেনি। গত বছরের চেয়েও এবারের অনুষ্ঠান খারাপ হয়েছে। অনুষ্ঠান উদযাপন কমিটির মিটিং-এ আমরা হলে ফিস্ট মিল আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার দাবি জানিয়েছি। তারা তা অগ্রাহ্য করেছে। তারা শিক্ষার্থীদের আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও ছবি কোথাও দেওয়া হয়নি। প্রশাসন একটি কেক কেটেছে কিন্তু সেখানে লুট উৎসব হয়েছে। আমরা প্রশাসনের এমন আয়োজনের নিন্দা জানাচ্ছি ও অনুষ্ঠান প্রত্যাখ্যান করছি। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামের হলটি বঞ্চিত করা হয়েছে। হলটিতে কোনো আলোকসজ্জা হয়নি।”
অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনুর রহমান বলেন, “অনুষ্ঠানে ভুল ত্রুটি থাকবে। তবে বাজেট সীমাবদ্ধতায় সকল আয়োজন করা সম্ভব হয়নি। আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে ইনশাআল্লাহ।”
আপনার দেওয়া তথ্য ও ফরম্যাট অনুযায়ী নিউজটি তৈরি করা হলো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮