নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামের সামুদ্রিক এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ৪১ রোহিঙ্গা নিয়ে কক্সবাজার যাবার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। এসময় ১৪ জন রোহিঙ্গাকে পাশ্ববর্তী মাছধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ২৭ জন নিখোঁজ রয়েছেন।
ভাসানচর ক্যাম্পের সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রহিঙ্গা পালিয়ে যায়। চট্টগ্রামের সামুদ্রিক সীমনায় ট্রলারটি প্রবল স্্েরাতের মুখে উল্টে রহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হয়। শনিবার ভোর রাতের দিকে পার্শ্ববর্তী মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। উদ্ধারের পর ১৪ রহিঙ্গাকে ভাসারচরে পৌঁছে দেয় জেলেরা। এদিকে নিখোঁজ বাকীদের এখনো খোজ পাওয়া যায়নি। তবে নিখোজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ ঘটনার সতত্যা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভোররাতের দিকে জেলেরা ১৪ রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকীদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান এখনো চলছে বলেও জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮