প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৩:০৭ পি.এম
৪দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন রামগঞ্জে তিন শিক্ষক লাঞ্চিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদল নেতা ওমর ফারুকের নেতৃত্বে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস সহ তিন শিক্ষক লাঞ্চিতের ঘটনার ৪দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট প্রশাসন কতৃক নেওয়া হয়নি কোন পদক্ষেপ। এতে করে উপজেলার সর্বস্তরের শিক্ষক মহলে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর হতাশা।
এব্যাপারে লাঞ্চিতের শিকার দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফেরদাউস খান জানান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ওমর ফারুক শাকিলের নেতৃত্বে গত ১৬মে শুক্রবার বিদ্যালয়ের জায়গা দখল করে সিসি ঢালাইয়ের কাজ শুরু করে। এমন সংবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস,সহকারী শিক্ষক মোঃ মনির মাষ্টার সহ আমরা তিন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ঢালাই কাজের ভিডিও ধারন করার চেষ্টা করি। এতে ক্ষিপ্ত হয়ে উঠে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক ওমর ফারুক ও তার সহযোগি নুরে আলম জিকু এবং জনি। পরে তাদের নেতৃত্বে ১৩/১৪জন চড়াও হয় শিক্ষকদের উপর। কেড়ে নেওয়া হয় মোবাইল। এতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের হাত মসকে যায়। বর্তমানে প্রধান শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সৃষ্ট ঘটনায় প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসীকে অবহিত করণের ৪দিন অতিবাহিত হলেও এ ঘটনায় নেওয়া হয়নি কোন প্রদক্ষেপ।
এব্যপারে উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিরসনে বিদ্যালয়ের সম্পত্তি পরিমাপ শেষে থানায় লিখিত অভিযোগ করার নির্দেশ দিয়েছেন বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসারের এমন নির্দেশনার পরও উপজেলা শিক্ষা অফিসার কিংবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ৪দিন পরেও থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
এনিয়ে অভিযুক্ত কেন্দ্রীয় ছাত্রদল নেতা ওমর ফারুক শাকিল জানান, দল্টা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় সহ স্থানীয় মসজিদে যাতায়াতের সুবিধার্থে চলাচলের রাস্তায় সরকারি বরাদ্ধে সিসি ঢালাই দেওয়া হয়েছে। ওই সময় শিক্ষকদের সাথে সৃষ্ট ভুলবুঝাবুঝির সমাধান হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২