প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৮:৫৪ পি.এম
৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

তৌহিদ বেলাল,
৩ কোটি টাকা মূল্যের ১ কোটি পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। আনোয়ারা উপজেলায় বসতঘরে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবার এই চালান জব্দ করে র্যাব।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে র্যাবের একটি দল চট্টগ্রামের আনোয়ারা উপজেলা দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে ওই অভিযান চালায়। এসময় মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটি জানতে পারে- আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ করে বিক্রির প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক তৎপরতায় র্যাব সদস্যরা বাড়ির মালিক আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে মনোয়ারার দেয়া তথ্য অনুযায়ী ঘরের বারান্দায় খাটের নিচে লুকিয়ে রাখা নীল ও কালো রঙের একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ছিল ১ লাখ পিস ইয়াবা, যার মূল্য ৩ কোটি টাকা।
র্যাব-৭ এর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনোয়ারা স্বীকার করেছেন, তিনি এবং তার পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। পাইকারি ও খুচরো- দুইভাবেই চলে আসছিল এই বিপজ্জনক মাদক বাণিজ্য।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক এবং আটক নারীকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২