প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৭:৩৩ পি.এম
২৩১ প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমতি : প্রান্তিক চাষিদের মাথায় হাত

তৌহিদ বেলাল:
২৩১ টি প্রতিষ্ঠানকে ১ লাখ টন অপরিশোধিত (ক্রুড) লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪২৯ মেট্রিক টন করে লবণ আমদানি করতে পারবে। অনুমোদনের নির্দেশনায় বলা হয়, ঋণপত্র খোলার সর্বোচ্চ ২ মাসের মধ্যে আমদানি করতে হবে।
এ ক্ষেত্রে অপরিশোধিত লবণ আমদানি করে পরিশোধন করতে হবে। ভোজ্য লবণ হিসেবে বাজারজাত করে তার প্রমাণ দিতে হবে বিসিককে। তা না হলে এসব প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির হুঁশিয়ারিও দেয়া হয় অনুমতি পত্রে।
এদিকে, লবণ আমদানির অনুমতি দেওয়ায় তীব্র ক্ষোভে ফুঁসে ওঠছে কক্সবাজার জেলার লবণচাষীরা। চলতি লবণ উৎপাদনের ভরা মওসুমে বিদেশ থেকে আমদানির এই সিদ্ধান্ত হঠকারী ও দেশীয় প্রান্তিক লবণচাষীদের মাথায় কুঠারাঘাত বলে দাবি তাদের।
কক্সবাজার সদরের পোকখালীর লবণচাষী মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, 'লবণ উৎপাদনের এই ভরা মওসুমে বিদেশ থেকে নতুন করে লবণ আমদানি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত।' তিনি জানান, এই সময়ে মাঠে দরিদ্র প্রান্তিক চাষিদের লাখ লাখ টন লবণ পড়ে রয়েছে। এমন সময়ে ভীন দেশ থেকে লবণ আমদানি কোনোমতেই মেনে নেয়া যায় না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২