মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জে র্যাব ১২'র অভিযানে
অদ্য ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ ভোর ০৪:৫০ ঘটিকার সময় র্যাব-১২’র একটি চৌকষ আভিযানিক দল।গোপন সাংবাদের ভিত্তিতে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্তরের পার্শ্বে ঢাকা হইতে সিরাজগঞ্জগামী ০১টি নাভিলাস্পেশাল পরিবহনে যাত্রীবাহী বাসে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
দদবিষয়টি নিশ্চিত করেছেন মেজর মোহাম্মদ আনিসুজ্জামান,অর্ডন্যান্স
গ্রেফতারকৃত আসামীঃ আব্দুল কাদের(৩০), পিতামোঃ মফিজুল ইসলাম, সাং-ভাটেরা জঙ্গলপুর, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলা এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮