নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৮৮ কোটি ৬৯ লক্ষ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়ন রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরীত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসণ, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধূলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রীট লাইট স্থাপনসহ সুপিয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
বাজেটটিতে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ৫৮৮ কোটি ৬৯ লক্ষ ১০ হাজার ৬৩৮ টাকা এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে।
যা বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লক্ষ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বলা হয়েছে ।
এছাড়া বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ ও পুনঃনির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি কর্পোরেশনের আওতাধীন খালসমূহ খননের মাধ্যমে জলাধার সংরক্ষণের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে।
এই জনবান্ধব বাজেট ঘোষণা অনুষ্ঠানে সকল শ্রেণীর পেশার মানুষ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন মেয়র। সেই সাথে সকল কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮