শওকত আলম, কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই মাসের গণঅভ্যুত্থান এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয় “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা” শীর্ষক বিশ্লেষণধর্মী আলোচনা সভা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি শামিমুল ইসলাম শামিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলফি।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী। তিনি বলেন—
> “জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। সেই আন্দোলনে ছাত্র সমাজের আত্মত্যাগ ও সাহসিকতা আজও আমাদের প্রেরণা দেয়। বর্তমান সময়ে ছাত্রদলের উচিত সেই চেতনা ধারণ করে গণতন্ত্র ও সুশাসনের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করা।”
বিশেষ অতিথির বক্তব্যে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন—
> “বর্তমানে দেশে গণতন্ত্র সংকটে রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় ছাত্রসমাজকেই নেতৃত্ব দিতে হবে। ইতিহাসের ধারাবাহিকতায় আজও ছাত্রদলের শক্তিশালী উপস্থিতি প্রয়োজন।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টেকনাফ উপজেলা ছাত্রদলের প্রতিনিধি হারুনুর রশিদ। তিনি বলেন—
> “ছাত্রদল কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলনের নাম। আমাদের পূর্বসূরিরা যেভাবে দেশ ও গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছিলেন, আমরাও সেই চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”
এছাড়াও আলোচনায় অংশ নেন টেকনাফ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা।
তিনি ছাত্রসমাজের মধ্যে জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
সভায় হ্নীলা ও আশপাশের এলাকা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে ছাত্রদলের কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এটি ছিল ছাত্রদলের ইতিহাস-চেতনাভিত্তিক একটি গুরুত্বপূর্ণ আয়োজন, যা তরুণ প্রজন্মকে আন্দোলনের ধারায় সক্রিয় রাখার ক্ষেত্রে নিঃসন্দেহে সহায়ক ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮