তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনার জয়পুর ইউনিয়নের "আব্দুল্লাহপুর গ্রামের প্রবাসী যুব সমাজের উদ্যোগে আগাম ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২০মার্চ সোমবার বিকালে আব্দুল্লাপুর জামে মসজিদের সামনে মিলাদ ও দোয়া শেষে অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
পল্লী চিকিৎসক মো. শরিফুল ইসলাম ও বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. তৌফিকের সার্বিক সহযোগিতায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, আব্দুল্লাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো. আমানুল্লা মিয়া, সমাজ সেবক মো. বায়েজিদ মিয়া, আব্দুল বারেক, নেয়ামত উল্লাহ, আব্দুর রব, মো. আমির হোসেন, আব্দুল বারিক, মো. বাতেন মিয়া, মো. ছেনু মিয়া, মো. ফজলুল হক প্রমুখ
।জানা যায়, ৪২টি পরিবারের মাঝে ১কেজি আলু, ২কেজি সয়াবিন তৈল, ১কেজি সেমাই ১কেজি খেঁজুর, ১ কেজি মুড়ি, ১কেজি বেসন, ১কেজি মুসর ডাল, ২ কেজি বোট, ২কেজি পেঁয়াজ, ১কেজি চিনি ও ১কেজি ট্যাং প্যাকেট করে প্রতি পরিবারের দেয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮