প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:২০ পি.এম
হোমনায় সরকারি খাল অবৈধ দখল উচ্ছেদের অভিযোগ।।
তিতাস-কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় অবৈধ ভাবে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে হারুন অর রশিদ প্রকাশ হারুন চান নামে এক ভূমি দস্যুর বিরুদ্ধে।সে হোমনা উপজেলার মিরাশ গ্রামের মোঃ আবদুল মতিনের ছেলে।অভিযোগ কারী শহিদুল্লাহ জানান,মাথাভাঙ্গা ইউনিয়নের ছোবলাকান্দি মৌজাস্থিত ১০১৩ নং দাগটি সরকারি হালট হিসেবে দীর্ঘদিন যাবৎ জনসাধারণের জন্য উম্মুক্ত রয়েছে।
কিন্তু পরিতাপের বিষয় হলো যে ভুমিদস্যু হারুন অর রশিদ প্রকাশ হারুন চান অবৈধভাবে উল্লেখিত ১০১৩ নং দাগের সরকারি হালটটি ভরাট করে দখলে নিয়ে যায়।সেখানে ছাপরা ঘরনির্মাণ করে সেই ঘরে মাদকের আস্তানা গড়ে তুলেছেন হারুন চান।সন্ধ্যা হলেই সেই আস্তানায় বহিরাগত লোকজনের আনাগোনা দেখা যায়।এহেন কর্মকান্ডের বাঁধা দেওয়ার আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দামকি প্রদান করে হারুন অর রশিদ প্রকাশ হারুন চান।সে জোর পূর্বক খাল দখল করে ছাপরা ঘর নির্মাণ করার কারণে এলাকার কৃষকরা জমিতে যাতায়াত ও চাষাবাদ করতে বিরাট অসুবিধায় পড়েছে।অবৈধভাবে সরকারি খাল দখলকারী ভূমিদস্যু হারুন অর রশিদ প্রকাশ হারুন চানের হাত থেকে খালটি দখল মুক্ত করার জন্য গত ১২-১১- ২০২৪ ইং তারিখে হোমনা উপজেলা সহকারী কমিশনার -ভূমি- অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।তার হাত থেকে খালটি দখল মুক্ত হলে পূর্বের ন্যায় উম্মুক্ত ভাবে জনগণের ব্যবহারের উপযোগী হবে।ওই খাল দখলকারী হারুন অর রশিদ প্রকাশ হারুন চান শুধু ভূমি দস্যুই নয় সে একজন নারী লোভী লম্পট ও এলাকায় মাদক কারবারি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২