হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে দলীয় কার্যলয় থেকে মোটরসাইকেল যোগে বের হয়ে হিলির বিভিন্ন এলাকা ও সংখালঘু এবং হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলো ঘুড়ে দেখেন এবং বাড়ি বাড়ি গিয়ে সংখালঘু ও হিন্দু সম্প্রদায় সাথে কখা বলেন। এবং তাদের নিশ্চয়তা দিয়ে বলেন পৌর বিএনপি তাদের সাথে সব সময় থাকবে রাত জেগে পাহারা দেওয়ার আশ্বাস দেন।
পৌব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান বলেন- সম্প্রতি কিছুদির আগে সরকার পতন হওয়ার পর থেকে দেশে বিভিন্ন এলাকায় দৃর্বৃত্তরা দেশে বেশ কিছু জায়গায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হিলিতে সংখালঘু ও হিন্দু সম্প্রদায়ের উপরে কেউ যেন হামলা না করতে পারে সেইজন্য পৌর বিএনপি রাত জেগে সংখালঘু নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায় মন্দির পাহাড়া দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন বিএনপি কখনো কারো কোন ক্ষতি করে নাই- অজানা কিছু সংখ্যক ছেলে সংখালঘুদের উপরে হামলা করেছে ও হিন্দু সম্প্রদায়কে বিভিন্ন ভয় ভিতি দেখাচ্ছে। যারা এইসব সম্প্রদায়কে মানুষকে ভয় ভিতি দেখাচ্ছে তাদেরকে রুখতে পৌর বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকা রাতে বিভিন্ন মন্দির পাহারা সহ সকলের সাথে দেখা করে তাদের খোজ খবর নিছে। এবং বিএনপি তাদের সাথে আছে থাকবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে এবং সবাইকে এক সাথে থাকার আহবান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮