ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তবর্তী এলাকার গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি।

আজ রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় সীমান্ত ব্যাংক পিএলসি হিলি শাখার আয়োজনে বাংলা হিলি পাইলট স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন।

এ সময় সীমান্তবর্তী এলাকার প্রায় ২০০ জন গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, এই শীতের সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় পাওয়া।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী, সীমান্ত ব্যাংক পিএলসি হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ সীমান্ত ব্যাংক ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত ব্যাংক পিএলসি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮