প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৬:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৩, ৩:৫৪ এ.এম
হাসপাতালে সাপ নিয়ে হাজির সাপে কাটা রোগী।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিলে সাপের কামড়ে খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে গিয়েছেন এক রোগীভ
আহত মো. কামাল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামের কবির বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে সাপটি অবমুক্ত রোগী হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে সাপটি ধরেন। এরপর সাপের বিষাক্ত দাঁত ভাঙতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে সাপে কেটে দেয়। পরে সেই সাপ বস্তায় ভরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।
চাটখিল উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষাক্ত কোনো সাপে কাটেনি। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২