প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৬:০৪ পি.এম
হালদা নদীতে উপজেলা প্রশাসনের অভিযান,এক লক্ষ টাকা অর্থদন্ড।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
সোমবার (২৪ নভেম্বর) হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন/পরিবহনের অপরাধে তিনজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌপুলিশ এবং হালদার সংশ্লিষ্ট পাহারাদার সহযোগিতা করেন।
হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২