
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, (প্রতিনিধি):
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
শনিবার ( ২৩ আগষ্ট) হাটহাজারী উপজেলার মার্দাশা ইউনিয়নের রামদাস মুন্সীরহাট এলাকায় হালদা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
আইন অমান্য করে হালদাতে ইঞ্জিনচালিত বোট/বালুর ড্রেজার চলাচল করে মা মাছের ক্ষতিসাধন করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধীকে এক লক্ষ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
মোবাইল কোর্টে সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শওকত আলী, নৌ পুলিশের এএসআই মোঃ রমজান আলী এবং হালদা পাহাড়াদার আলমগীর, আদিল, আয়ুব সহযোগিতা করেন।