
অনলাইন ডেস্ক:
ইসরায়েলের কাছে আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।
রোববার স্থানীয় সময় ২ নভেম্বর রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে তিনটি কফিন গ্রহণ করে ইসরায়েলি সামরিক বাহিনী—আইডিএফ।
তেল আবিব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহগুলো শনাক্তকরণের জন্য ইসরায়েলে নেয়া হবে।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৭ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। বিনিময়ে ২২৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল।
চুক্তি অনুযায়ী, এখনো উপত্যকায় আটজন ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ রয়ে গেছে।
ইসরায়েল অভিযোগ করেছে, মৃত জিম্মিদের ফেরত দিতে হামাস অত্যন্ত ধীরগতি দেখাচ্ছে।
অন্যদিকে, হামাসের দাবি—গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮