প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৩:২৩ পি.এম
হাতীবান্ধা থেকে ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

তৌহিদুল ইসলাম চঞ্চল , বিশেষ প্রতিনিধি
র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব-১৩ সদর কোম্পানি রংপুরের অভিযানিক দল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে ১শ বোতল ফেনসিডিলসহ মো. শফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার “২৭ মার্চ” সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক -মিডিয়া- ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার হওয়া শফিকুল -৩৫- হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী এলাকার মৃত হযরত আলীর ছেলে।
র্যাব জানায়, বুধবার বিকেলে হাতীবান্ধার ৪ নম্বর ওয়ার্ডের ভেলাগুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সদর কোম্পানির একটি অভিযানিক দল। সেখানে একটি কাঁচা রাস্তার উপর গ্রেপ্তার শফিকুলের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১শ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত শফিকুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২