তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন থেকে ১ শ ৮০ পিস ইয়াবাসহ মো. নিশাত ইসলাম -২১- নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব-১৩।
শুক্রবার- ২ মে- রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনি. সহকারী পরিচালক -মিডিয়া- ও অতি. পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তারকৃত নিশাত পাটগ্রামে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো.মাহাতাব হোসেনের ছেলে।
র্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৩ এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল। সেখানে বড়খাতা ফিলিং স্টেশনের সামনে অবস্থিত পাকা রাস্তা থেকে ১ শ ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন নিশাত।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮