প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:৪৪ পি.এম
হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতা হাসেম তালুকদার গ্রে’প্তার

চঞ্চল,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হাসেম তালুকদার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
রবিবার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মাহমুদুন-নবী । তিনি জানান, হাসেম তালুকদার ঢাকার শাহাবাগ থানার একটি হত্যা মামলার আসামি। তাকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া হাসেম তালুকদার হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তিনি এক সময় বিএনপির রাজনীতি করতেন। পরে আ. লীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২