প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ৬:১৮ এ.এম
হাটহাজারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মীর কফিলের স্মরণসভা ও দোয়া মাহফিল।।
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির কফিল উদ্দীনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার -২৩ অক্টোবর- কলেজ মিলনায়তনে শিক্ষক পরিষদ ওই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ। কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন ও প্রভাষক মো. আবু তালেবের যৌথ সঞ্চালনায় এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজ চট্টগ্রাম এর সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ।
সভায় বক্তব্য রাখেন-সহকারী অধ্যাপক আবু মুসা মো. মামুন- প্রভাষক সৈয়দা নারগিস সুলতানা- প্রভাষক নিজাম উদ্দিন- প্রভাষক মুহাম্মদ তসলিম উদ্দীন- প্রভাষক রাসেল জব্বার খাঁন, প্রভাষক মহিউদ্দিন মো. দিলদার আলম- প্রভাষক ইয়াসিন আরাফাত ও প্রভাষক দেলোয়ার হোসাইন।
স্মরণসভার শেষ দিকে প্রয়াত অধ্যক্ষ মির কফিল উদ্দীনের বিদেহ আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত পরিচালনা করেন কলেজের জামে মসজিদের খতিব মাওলানা আজগর শাহ্ আজহারী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২